কুয়েতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

মোশাররফ হোসেন, কুয়েত প্রতিনিধি: কুয়েতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার ৮ আগস্ট  কুয়েতে বাংলাদেশ দূতাবাসে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালন করা হয়। বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু কর্ণারে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসীদের নিয়ে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এইসময় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৃথক বাণী পাঠ করা হয়। এর পরে বঙ্গমাতার জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিষ্টার শ্রম আবুল হোসেন, প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোরশেদ, প্রথম সচিব ও (কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা) ইকবাল আক্তার, সোনালি ব্যাংক প্রতিনিধি লুতফর রহমান, বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর কান্ট্রি ম্যানেজার আবু বক্কর ছিদ্দিকী, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা।

বিজ্ঞাপন

কুয়েতজন্মবার্ষিকীবঙ্গমাতাবেগম ফজিলাতুন্নেছা মুজিব