বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা যথেষ্ট ভালো: বিশ্বব্যাংকের এমডি

সামনের দিনে কী করতে হবে সে বিষয়ে সরকারকে কোন পরামর্শ দেবে না বিশ্বব্যাংক বরং এই দেশের মানুষের চাহিদা মেটাতে সরকার যেসব অগ্রাধিকার ঠিক করবে তা পূরণে সহায়ক শক্তি হিসেবে পাশে থাকবে।

সংবাদ সম্মেলনে বহুজাতিক সংস্থাটির সফররত এমডি এক্সেল ভ্যান ট্রটসেনবার্গ বলেছেন, চলমান বৈশ্বিক সংকট মোকাবেলায় যেকোন জরুরি প্রয়োজনে সরকারের অনুরোধে সাড়া দেবেন তারা। বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি ব্যবস্থাপনা যথেষ্ট ভালো বলেও মন্তব্য করেন বিশ্বব্যাংক এমডি।

অর্থনীতিবিশ্বব্যাংকবৈশ্বিক সংকটসরকার