মোশাররফ হোসেন:
বাংলাদেশ দূতাবাস কুয়েত আগামী ১৪ মে থেকে প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে যাচ্ছে। প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু করতে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস কুয়েত।
৮ মে বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেইজে দূতালয় প্রধানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এতথ্য দেওয়া হয়েছে।
চলতি বছরের গত ২২ মার্চ কুয়েত বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্ধোধন করা হয়। আবেদন কারীকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আবেদন পূরন করতে হবে। জাতীয় পরিচয় পত্র না থাকলে জন্মনিবন্ধন সনদ অনলাইন (ইংলিশ ভার্সন) অনুযায়ী আবেদন পূরণ করতে হবে।
আবেদনকারীকে কোন কাগজপত্র সত্যায়ন বা ছবি সংযুক্ত করার প্রয়োজন হবেনা। ই-পাসপোর্ট প্রত্যাশী ব্যক্তিরা ৫ থেকে ১০ বছর মেয়াদী ই-পাসপোর্ট পাবেন, তাই এনআইডি ও জন্ম নিবন্ধন সনদ ইংলিশ ভার্সন সংগ্রহে রাখতে বাংলাদেশ দূতাবাসের
বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞাপন