কানাডার জনপ্রিয় ম্যারাথন দৌড়ে বাংলাদেশি

কানাডার দীর্ঘতম এবং জনপ্রিয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। প্রতিযোগিতাটি আটবার আলবার্টা প্রদেশের শ্রেষ্ঠ রোড রেস হিসেবে নির্বাচিত হয়েছে। এবারের প্রতিযোগিতায় প্রায় চার হাজার পাঁচশজন প্রতিযোগী অংশ নেন। পূর্ণ ম্যারাথন ক্যাটাগড়িতে অংশ নেন এক হাজারের মতো প্রতিযোগী। তৃতীয়বারের মতো প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন। ক্যালগেরিতে বাস করা প্রবাসী বাংলাদেশী নাট্য নির্দেশক জাহিদ হক পূর্ণ ম্যারাথন এবং নাফিস আহমেদ ও শারমিন ইয়াসিন আংশিক ম্যারাথন দৌড়ে অংশ নেন। প্রতিযোগিতায় দু’ বছরের শিশু থেকে প্রবীণরা ভিন্ন ভিন্ন দূরত্বের দৌড় ও হাঁটায় অংশ নেন।

কানাডানাফিস আহমেদপ্রবাসী বাংলাদেশিম্যারাথন দৌড়