ওয়ানডে দলে ইবাদতের জায়গায় হাসান

না খেলেই ওয়ানডে দল থেকে বাদ পড়লেন ইবাদত হোসেন চৌধুরী। এ পেসারের জায়গায় জিম্বাবুয়ে সফরের দলে ডাক পেয়েছেন হাসান মাহমুদ। এক সিরিজ পর ওয়ানডে দলে ফিরেছেন মুশফিকুর রহিম। চোটের কারণে ছিটকে গেছেন ইয়াসির আলি চৌধুরী।

বড় কোনো পরিবর্তন নেই ওয়ানডে দলে। ওয়েস্ট ইন্ডিজ সফরে এক ম্যাচেই ভাগ্য ঘুরে গেছে তাইজুল ইসলামের। জিম্বাবুয়ে সিরিজের দলেও আছেন বাঁহাতি স্পিনার। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সুযোগ পেয়ে ৫ উইকেট নেন তাইজুল।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

পেস আক্রমণে মোস্তাফিজ-তাসকিনরাও রয়েছেন দলে। আরেক পেসার ইবাদত সবশেষ কয়েকটি সিরিজ থেকেই ওয়ানডে দলের সঙ্গে রয়েছেন। ৫০ ওভারের ক্রিকেটে অভিষেকের আগেই বাদ পড়লেন তিনি।

ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক) , লিটন দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম।

ইবাদতইয়াসিরতাইজুলমুশফিকলিড স্পোর্টসহাসান