বিশ্ব ক্ষুধা সূচকে অপেক্ষাকৃত ভাল অবস্থানে বাংলাদেশ

বিশ্ব ক্ষুধা সূচকে (Global Hunger Index 2022) অপেক্ষাকৃত ভাল অবস্থানে রয়েছে বাংলাদেশ। মোট ১২১টি দেশের তালিকায় বাংলাদেশ ১৯.৬ পয়েন্ট নিয়ে ৮৪ তম স্থানে রয়েছে। সাধারণত ২০ পয়েন্টের এর নীচে অবস্থানকারী দেশগুলোকে মোটামুটি নিরাপদ বলে ধরা হয়ে থাকে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং ওয়েলথাঙ্গারহিলফে যৌথ জরিপে প্রতিবছর বিশ্ব ক্ষুধা সূচক প্রকাশ করে।

৬৪ তম স্থানে থেকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে শ্রীলঙ্কা, আর ১০৯ এ থেকে সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে আফগানিস্তান। এছাড়া তালিকায় ভারত ১০৭ নম্বরে, পাকিস্তান ৯৯ নম্বরে, নেপাল ৮১ এবং মিয়ানমার ৭১ নম্বর স্থানে রয়েছে।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্স স্কোর চারটি উপাদান সূচকের উপর ভিত্তি করে তৈরি হয়। সেগুলি হল- অপুষ্টি, শিশুদের বেড়ে ওঠায় বাধা, শিশু ‘অপচয়’ ও শিশু মৃত্যুহার। শিশুর অপচয় বলতে পাঁচ বছরের কম বয়সী শিশুদের উচ্চতার তুলনায় কম ওজনকে বলা হয়।

এই সূচকগুলির জন্য ব্যবহৃত তথ্য ইউনিসেফ, বিশ্ব ব্যাঙ্ক, খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সহ বিভিন্ন জাতিসংঘ এবং অন্যান্য বহুপাক্ষিক সংস্থা থেকে নেওয়া হয়েছে।

ইনডেক্সে ৫ পয়েন্টের কম পেয়ে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে বেলারুশ, চিলি, চীনসহ মোট ১৭টি দেশ।

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে নিচের দিকে থাকা দেশগুলো হল- জাম্বিয়া, আফগানিস্তান, তিমুর-লেস্তে, গিনি-বিসাউ, সিয়েরা লিওন, লেসোথো, লাইবেরিয়া, নাইজার, হাইতি, চাদ, কঙ্গো, মাদাগাস্কার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইয়েমেন।

গিনি, মোজাম্বিক, উগান্ডা, জিম্বাবোয়ে, বুরুন্ডি, সোমালিয়া, সাউথ সুদান এবং সিরিয়া সহ ১৫টি দেশের ক্ষেত্রে তথ্যের অভাবের কারণে র‌্যাঙ্ক নির্ধারণ করা যায়নি।

ইউনিসেফখাদ্য ও কৃষি সংস্থাবিশ্ব ক্ষুধা সূচকভারত