৯ বছর পর শ্রীলঙ্কাকে টি-টুয়েন্টিতে হারিয়েছে বাংলাদেশ। ১৪৬ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারায় টাইগ্রেস বাহিনী। সেখান থেকে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, হন ম্যাচসেরাও।
অপরাজিত থেকে ৫১ বলে ৭৫ রান করে জয়ের পথে ২৫ বর্ষী ডানহাতি উইকেটকিপার-ব্যাটারের মাথায় কী ঘুরছিল জানিয়েছেন ম্যাচের পর, ‘ভালো লাগছে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করায় এবং আমি এ জয়ে অবদান রাখতে পেরেছি। আমি আমার টিমকে নিয়ে অনেকবেশি আশাবাদী, যেন এমন ভালো ক্রিকেট আমরা পরবর্তী ম্যাচেও খেলতে পারি।’
‘মূলত আমাদের যে পদ্ধতি হল, কোচরা আমাদের যেভাবে প্ল্যান দিয়েছিলেন, সেইভাবেই আমরা আগাচ্ছিলাম। যদিও আমরা দুইটা উইকেট প্রথমদিকেই হারিয়ে ফেলি, তারপরও চেষ্টা করেছি যেন পাওয়ার প্লেতে কিছু রান করতে পারি। পরবর্তীতে আমি এবং ঋতু আলোচনা করি যে প্রতি ওভারে ৭-৮ করে নিতে, যেন ১৫ ওভার খেলার পর আস্কিং রানরেট তাড়া করতে পারি।’ ৩০ বর্ষী পেস অলরাউন্ডার ঋতু মণির সঙ্গে ৭১ রানের জুটি গড়ার পথে এসব বলেছিলেন জ্যোতি।
দলের অবস্থা সম্পর্কে টাইগ্রেস অধিনায়কের বক্তব্য, ‘দল অনেক ভালো অবস্থানে আছে, কারণ জয়ের যে বিষয়টা পুরো দলকে বুস্ট আপ করেছে এবং আমরা এই অবস্থাকে ধরে রাখতে পারবো।’
মঙ্গলবার কলম্বোয় তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথমটি ৬ উইকেটে জিতে নিয়েছে টিম টাইগ্রেস। ব্যাট হাতে ঝলসে ওঠেন অধিনায়ক জ্যোতি। ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। জয়সূচক রানটিও আসে জ্যোতির ব্যাট থেকেই।
বিজ্ঞাপন