বাংলাদেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: দেশ কোন ক্ষেত্রেই পিছিয়ে থাকবে না। গত ১৪ বছরে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা এমন জনগোষ্ঠি গড়ে তুলব যারা হবে প্রযুক্তি বান্ধব স্মার্ট জনগোষ্ঠি।

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ এ কথা বলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের ১০ জনকে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, ২১ জনকে এনএসটি ফেলোশিপ ও ১৬ জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে যত বেশি গবেষণা বাড়বে অর্থনৈতিক উন্নয়নে দেশের মানুষ তত ভূমিকা রাখতে পারবে, দেশ তত সামনের দিকে এগিয়ে যাবে। তাই গবেষণার দিকে বর্তমান সরকার জোর দিয়েছে।

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তরুণদের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, দেশ ডিজিটাল হয়েছে বলেই দেশের বিভিন্ন প্রান্তে ছেলেমেয়েরা ঘরে বসে অর্থ উপার্জন করতে পারছে।

গবেষণায় আরো আন্তরিক হওয়ার জন্য তরুণ গবেষকদের প্রতি আহবান জানান তিনি। কৃষি ও বিজ্ঞানের পাশাপাশি স্বাস্থ্য খাতে গবেষণা বাড়ানোর তাগিদও দিয়েছেন।

বিজ্ঞাপন

এনএসটি ফেলোশিপপ্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেখ হাসিনাফেলোশিপবঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপস্মার্ট বাংলাদেশ