সিরিজ জয়ের মিশনে আগে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডে

টেস্ট ও টি-টুয়েন্টিতে ব্যর্থতার পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর মিশনে ওয়েস্ট ইন্ডিজে জয়ে শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে দাপুটে জয় এসেছে। দ্বিতীয় ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় রাত ৭টা ৩০ মিনিটে মাঠে নেমেছে দু’দল। বৃষ্টির কারণে আগের ম্যাচ কার্টেল হয়ে ৪১ ওভারে খেলা গড়ায়, এদিন আর কোনো বৃষ্টি বিভ্রাট নেই টস পর্যন্ত।

প্রথম ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ। গায়ানার স্পিনবান্ধব উইকেটে তার বদলে নামবেন অফস্পিন-অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন।

স্বাগতিক উইন্ডিজ স্কোয়াডে আছে দুই পরিবর্তন। জেইডেন সেলেসের বদলে ফিরেছেন আলঝারি জোসেফ। ডানহাতি পেসার কিমো পল খেলবেন এন্ডারসন ফিলিপের জায়গায়।

তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ফুরফুরে মেজাজে আছে টাইগাররা। এ ম্যাচে জিতে আগেভাগেই সিরিজ নিজেদের করে রাখতে চায় বাংলাদেশ।

ওয়ানডেতে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স, জয়-পরাজয় ও শক্তিমত্তার বিচারে এগিয়ে সফরকারী বাংলাদেশই। মুখোমুখি শেষ ৬ বারের দেখায় একবারও জিততে পারেনি ক্যারিবিয়ানরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাশ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, শামারাহ ব্রুকস, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, কিমো পল, আলঝারি জোসেফ, গুডাকেশ মটিই।

জোসেফটসতামিমতাসকিনপলমোসাদ্দেকলিড স্পোর্টস