আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্টের পর ঈদ বিরতি কাটিয়ে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ সিরিজ সামনে রেখে অনুশীলনও চলছে স্বাগতিকদের। অন্যান্য কোচরা টাইগার ক্রিকেটারদের নিয়ে কাজও শুরু করে দিয়েছেন। অপেক্ষা এখন হেড কোচের জন্য।
চন্ডিকা হাথুরুসিংহে শনিবার ঢাকায় পৌঁছাবেন। রোববারই চলে আসবেন শের-ই-বাংলা স্টেডিয়ামে। তারপরই হবে সিরিজ ঘিরে পরিকল্পনা। প্রধান কোচের সঙ্গে কথা বলেই দল ঘোষণা করবেন নির্বাচকরা। জানা গেছে রোববারই চূড়ান্ত হয়ে যেতে পারে টেস্ট স্কোয়াড।
আফগানিস্তান দল বাংলাদেশে আসবে আগামী ১০ জুন। মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট শুরু ১৪ জুন। সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আয়ারল্যান্ড সিরিজে চোট পাওয়ায় ছিটকে গেছেন এ অলরাউন্ডার।
বিজ্ঞাপন