বিশ্বকাপ মিশনের ক্যাম্প নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে ছুটি পেয়েছেন জাতীয় দলের সকলে। সুযোগে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগ মাতাচ্ছেন সাকিব-লিটন-মুশফিক-তাসকিন। ইউনিভার্সিটি টুর্নামেন্টেও অংশ নিচ্ছেন কেউ কেউ। যার যার ব্যস্ততা শেষ করে কয়েকদিনের মধ্যেই এক ছাতার নিচে আসবেন বাংলাদেশ দলের সব সদস্য। ২৯ জুলাই থেকে মিরপুরে এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে ক্যাম্প শুরু করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্যাম্প কীভাবে চলবে, কতজন ক্রিকেটার ডাকা হবে- এসব নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এখনো। বিসিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার নির্বাচকদের সভায় রূপরেখা চূড়ান্ত হবে। আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাও হতে পারে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস ধারণা দিয়েছেন, এশিয়া কাপের দলকে ধরেই ভারতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। যদি দলে চোট সমস্যা না থাকে।

এদিকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বুধবার চিকিৎসার জন্য যাবেন ইংল্যান্ডে। লন্ডনে অ্যাপয়েনমেন্ট নেয়া আছে তার। সাকিব-লিটন-মুশফিক-তাসকিনদের মতো টাইগার ওপেনারও ক্যাম্পে যোগ দেবেন কিছুদিন পর।

আগামী ৩০ আগস্ট শুরু এশিয়া কাপ। পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল হবে ১৭ সেপ্টেম্বর। ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। তার আগে রয়েছে বাংলাদেশের অফিসিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ।

এশিয়া কাপ ও বিশ্বকাপের মধ্যে বিরতি দুই সপ্তাহেরও কম। দুটি ইভেন্টের দল একই হওয়ার সম্ভাবনা তাই বেশি। যাচাই-বাছাই ও নানাদিক পর্যালোচনা করেই ক্যাম্পের দল চূড়ান্ত করতে চায় বিসিবির নির্বাচক প্যানেল।

বিজ্ঞাপন

এশিয়া কাপওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবাংলাদেশ দলবিশ্বকাপবিসিবিমিরপুরলিড স্পোর্টসসাকিব