প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের ৮ হাজার

বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৮ হাজার রানের ক্লাবে ঢুকে পড়েছেন তামিম ইকবাল। প্রয়োজন ছিল ৫৭ রান, হারারেতে নেমে রেকর্ড গড়তে খুব বেশি সময় নেননি। টাইগারদের ওয়ানডে অধিনায়ক জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের ৫৪তম ফিফটি তোলার দিনে ছুঁয়েছেন এই কীর্তি।

শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে লিটনকে নিয়ে ১১৯ রান তোলার পথে তামিম খেলেছেন ৬২ রানের ইনিংস। পথে ছুঁয়ে ফেলেন আট হাজারি ক্লাব। ২০০৭-২২ সালের মাঝে এই মাইলফলক ছুঁলেন টাইগার ওপেনার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ক্যারিয়ারে ২২৯ ম্যাচে ২২৭ ইনিংসে ৮,০০৫ রান এখন তামিম। ৭৮.৫৫ স্ট্রাইকরেটে এসময় ৩৭.০৬ গড়ে রান করেছেন। পেয়েছেন ১৪টি শতক ও ৫৪টি অর্ধশতক। মাইলফলক ছুঁতে তামিম খেলেছেন ৮৭৭টি চারের মার, আছে ১০০টি ছক্কা।

৫০ ওভারের ক্রিকেটে এই কীর্তি আছে আরও ৩২ জন ব্যাটারের। ওপেনার হিসেবে নবম আট হাজারি তামিম। বাংলাদেশের হয়ে চার হাজার থেকে শুরু করে আট হাজার পর্যন্ত সবার আগে কীর্তিগুলো ছোঁয়া ব্যাটার তামিম।

রান সংগ্রহে বাংলাদেশের অন্য ব্যাটারদের মধ্যে দুইয়ে থাকা সাকিব আল হাসান আছেন তামিমের বেশ পেছনে। দেশসেরা অলরাউন্ডার করেছেন ৬,৭৫৫ রান। তিনে মুশফিকুর রহিম (৬৬৯৭), চারে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ৪,৬২৯ রান নিয়ে।

মাইলফলক ছোঁয়ার দিনে তামিমের ব্যাটে দারুণ শুরু পেয়ে যায় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩১ ওভার শেষে ১৫৩ রান। একমাত্র ব্যাটার হিসেবে তামিম ফেরার পর দারুণ জুটি গড়ে এগোচ্ছেন লিটন-এনামুল। ৮১ বলে ৬৭ রানে ক্রিজে লিটন। ১৭ বলে ১৩ রান করে সঙ্গ দিচ্ছেন বিজয়।

জিম্বাবুয়েতামিমবাংলাদেশলিটনলিড স্পোর্টসসাকিব