অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়াই ফিফা টায়ার ওয়ান ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে সিশেলসের বিপক্ষে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফ্রিকার দেশটির বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল লাল-সবুজ বাহিনী।
দ্বিতীয় ম্যাচেও জয়ের মাধ্যমে সিরিজ নিশ্চিত করতে চায় কোচ হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। বিকাল ৩টা ৪৫ মিনিটে সিলেট জেলা স্টেডিয়ামে গড়াবে খেলা। ম্যাচ সরাসরি সম্প্রচার কবে বিটিভি ওয়ার্ল্ড ও টি-স্পোর্টস।
জামাল ভুঁইয়ার অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন ডিফেন্ডার তপু বর্মণ। শুরুর একাদশে না থাকলেও মাঠে নামতে পারেন জামাল। একাদশে জায়গা পাননি এলিটা কিংসলেও।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো (গোলকিপার), তপু বর্মণ, রবিউল হাসান, রাকিব হাসান, তারিক কাজী, মো. সোহেল রানা, সোহেল রানা, রিমন হোসাইন, সুমন রেজা, সাদ উদ্দীন, মজিবুর রহমান জনি।
বিজ্ঞাপন