আজও বৃষ্টি শঙ্কা সঙ্গী বাংলাদেশ-নিউজিল্যান্ডের

ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সিরিজের উপর ভিত্তি করে বিশ্বকাপের দল গোছাবে বাংলাদেশ। তিন ওয়ানডের লড়াইয়ে প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। আজ দ্বিতীয় ম্যাচেও রয়েছে বৃষ্টির শঙ্কা।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। আবারও বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে আগের ম্যাচের মতোই দুপুর, বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির সম্ভাবনা অনেকবেশি। ম্যাচ পুরোপুরি হওয়ার ক্ষেত্রে রয়েছে শঙ্কা।

প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর শুক্রবার বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। টিম হোটেলে জিম ও সুইমিংয়ে সীমাবদ্ধ ছিল দলীয় কার্যক্রম। ১১৩ মিলিমিটার বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, তাতে অনুশীলন করার মতো পরিস্থিতিও ছিল না।

সবমিলিয়ে এপর্যন্ত ৩৯ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে। চলতি সিরিজের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

কিউইদের বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের রয়েছে সুখস্মৃতি। ১৩ বছর ধরে বাংলাদেশকে নিজ মাটিতে হারাতে পারেনি নিউজিল্যান্ড। বাংলাদেশ সফরে সর্বশেষ ২০০৮ সালে টাইগারদের বিপক্ষে ২-১ ব্যবধানে অতিথিরা ওয়ানডে সিরিজ জিতেছিল।

এরপর ২০১০ সালে ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। সেবার জিম্বাবুয়ে এবং ওয়েস্ট ইন্ডিজকে বাদ দিয়ে প্রথমবারের মতো শীর্ষ কোনো দলকে সিরিজে হারিয়েছিল লাল-সবুজের দল। সর্বশেষ ২০১৩ সালে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল ব্ল্যাক ক্যাপস বাহিনী।

ওয়ানডে ফরম্যাটে সর্বশেষ ২০১৭ সালে কার্ডিফে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। অবিস্মরণীয় সেই জয়ের পর নিউজিল্যান্ডের কাছে টানা সাত ম্যাচে টাইগাররা হেরেছে।

বাংলাদেশের অবশ্য হারের বৃত্ত থেকে বেরিয়ে আসার দারুণ সুযোগ রয়েছে। নিজেদের মাঠে স্পষ্ট ফেভারিট টিম টাইগার্স।

অধিনায়ক সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তর মতো দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। ফিরিয়ে আনা হয়েছে তামিম ইকবাল এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞদের।

চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর এটি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য নিজেকে প্রমাণের মঞ্চ। বিশ্বকাপের আগে খেলার মধ্যে থাকার জন্য সিরিজটি পিঠের ইনজুরি থেকে সুস্থ হয়ে ওঠা তামিম ইকবালের জন্যও গুরুত্বপূর্ণ।

বিশ্বকাপ দলে নিজেদের সুযোগের পথ তৈরি করতে পারে- এমনকিছু খেলোয়াড় নিয়ে সিরিজের দল সাজিয়েছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডও নিজেদের প্রথমসারির খেলোয়াড়দের বিশ্রাম দিয়েছে। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

এই সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেয়া লোকি ফার্গুসন, সঙ্গে ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র, ইশ সোধি এবং উইল ইয়াংসহ বিশ্বকাপ দলে জায়গা পাওয়া মাত্র পাঁচ খেলোয়াকে ঢাকা পাঠিয়েছে অতিথি দল।

বিজ্ঞাপন

আবহাওয়ানিউজিল্যান্ডবাংলাদেশমাহমুদউল্লাহলিটনলিড স্পোর্টসসৌম্য