সাকিব আল হাসান বিশ্রামে থাকায় অধিনায়াকের দায়িত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। তৃতীয় ওয়ানডের দলে লিটন না থাকায় নাজমুল হোসেন শান্তকে ফেরানো হয়েছে অধিনায়কের দায়িত্ব দিয়ে।
মঙ্গলবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে বাংলাদেশের। নতুন অধিনায়ক নিয়ে নামছে স্বাগতিকরা। চোটের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন শান্ত।
তৃতীয় ওয়ানডের দলে আরও ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। তামিম ইকবাল বিশ্রামে গেছেন পিঠের অস্বস্তির কারণে। বাদ পড়েছেন সৌম্য সরকার ও খালেদ আহমেদ। এছাড়া চোটের কারণে দ্বিতীয় ম্যাচ থেকেই ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।
বিজ্ঞাপন