ভারতের বিপক্ষে টেস্টেও ‘ভালো কিছুর’ প্রত্যাশায় তাসকিন

ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জয়ের পর এবার ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। ম্যাচের আগেরদিন পেসার তাসকিন আহমেদ জানালেন সেটাই।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে দ্বিতীয় ও শেষ টেস্টটি। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচের আগেরদিন গণমাধ্যমে কথা বলেছেন পেসার তাসকিন। বললেন, ‘উইকেট যেমনই থাকুক খেলা যদি পঞ্চম দিনে গড়ায়, তাহলে ভালো কিছু প্রত্যাশা করা যাবে। বোলিংয়ে বেসিক ঠিক রাখতে হবে। পুরনো বলে রিভার্স সুইংয়ের চেষ্টা থাকবে। ধৈর্য নিয়ে ডিসিপ্লিন বোলিং করলে ভালো করার সম্ভাবনা আসতে পারে।’

শেষ ওয়ানডেতে ভারত করেছিল চার শতাধিক রান। ঈশান কিষাণ পেয়ে যান ডাবল সেঞ্চুরি। ব্যাটিংবান্ধব উইকেটে বোলারদের করণীয় সম্পর্কেও বলেছেন তাসকিন।

‘ভারতের ক্রিকেটাররা ভালো খেলোয়াড়। আমরা জায়গামতো ভালো বোলিং করলে তাদের ভুলের সুযোগ নিতে হবে। তাদের ধৈর্য ভেঙে দেয়ার চেষ্টা করতে হবে। এমন উইকেটে বেসিকের বাইরে কিছুই করার নেই।’

বাংলাদেশ ডেরায় আছে ইনজুরির ধাক্কা। টেস্টে টাইগারদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল চট্টগ্রামে খেলতে পারছেন না। কুঁচকির ইনজুরির কারণে দ্বিতীয় টেস্টেও তার খেলা অনিশ্চিত।

চোট সমস্যার কারণে টেস্ট সিরিজে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে প্রথম ম্যাচে পাবে না ভারত। দ্বিতীয় ওয়ানডেতে তিনি বুড়ো আঙুলে চোট পান। পরের ম্যাচে খেলতে পারেননি। পেসার মোহাম্মাদ শামি চোটের কারণে টেস্ট সিরিজ থেকেই ছিটকে গেছেন। পরিবর্তে ডাক পেয়েছেন জয়দেব উনাদকাট।

সম্প্রতি ভারত এ-দলের বিপক্ষে ব্যাট হাতে ভালো করেছেন জাকির হাসান। যার সুবাদে টেস্ট দলে সুযোগ পেয়েছেন। প্রথম চারদিনের ম্যাচে তার ১৭৩ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ এ-দল ম্যাচ ড্র করেছিল। জাকিরের টেস্ট অভিষেকের জোরাল সম্ভাবনা রয়েছে বন্দরনগরীতে।

চট্টগ্রামতাসকিনবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত টেস্টলিড স্পোর্টস