সিরিজ জয়ের পর ভারতকে হোয়াইটওয়াশের মিশনে নেমেছে বাংলাদেশ। চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টিম টাইগার্স।
টানা তিন ম্যাচেই টস ভাগ্য সঙ্গী হল বাংলাদেশের। চোট কাটিয়ে শেষ ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদ। নাজমুল হোসেন শান্তর জায়গায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী।
২০১৫ সালে দেশের মাঠে দুই দলের সবশেষ সিরিজে প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ। সবকটি ম্যাচই হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
এবার শেষ ম্যাচ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। দুপুর ১২টায় শুরু। রানের ভেন্যুতে এবার সিরিজে পূর্ণতার খোঁজে লিটন দাসের দল।
আগে কেনিয়া, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দলকে হোয়াইটওয়াশ করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। এবার ভারতকে ধবলধোলাইয়ের সুবর্ণ সুযোগ টাইগারদের।
বিজ্ঞাপন