ঈশানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে ভারত

শুরুতে উইকেট হারানো ভারতকে টানছেন ঈশান কিষাণ। তুলেছেন সেঞ্চুরি, ৮৫ বলে ১০১ রানে পৌঁছান শতকের সময়। বিরাট কোহলিকে নিয়ে গড়েছেন শক্ত জুটি। দুজনের জুটি এরইমধ্যে শতরান পেরিয়েছে। দলীয় সংগ্রহও একশ ছাড়িয়েছে ১৭ ওভারে ১ উইকেট হারিয়ে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ১ উইকেটে ১৬২ রানে আছে ভারত। ঈশান ১০৭ ও কোহলি ৪৭ রানে অপরাজিত।

১৫ রানে শেখর ধাওয়ানকে হারানো ভারত শক্ত অবস্থানে রয়েছে। বাংলাদেশ অধিনায়ক লিটন দাসের ক্যাচ মিসে জীবন পান কোহলি। নিজের প্রথম ওভারের পর দ্বিতীয় ওভারেও উইকেট পেতে পারতেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু শর্ট মিড উইকেটে বিরাট কোহলির সহজ ক্যাচ নিতে পারেননি লিটন।

সিরিজ জয়ের পর ভারতকে হোয়াইটওয়াশের মিশনে চট্টগ্রামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিম টাইগার্স। টানা তিন ম্যাচেই টস ভাগ্য সঙ্গী বাংলাদেশের।

চোট কাটিয়ে শেষ ওয়ানডেতে ফিরেছেন তাসকিন আহমেদ। বাদ পড়েছেন নাসুম আহমেদ। নাজমুল হোসেন শান্তর জায়গায় সিরিজে প্রথমবার সুযোগ পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী।

২০১৫ সালে দেশের মাঠে দুই দলের সবশেষ সিরিজে প্রথম দুই ম্যাচ জয়ের পর শেষ ম্যাচ হেরে গিয়েছিল বাংলাদেশ। সবকটি ম্যাচই হয়েছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এবার শেষ ম্যাচ বন্দরনগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

বিজ্ঞাপন

ইশানজহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামবাংলাদেশ -ভারত সিরিজবাংলাদেশ-ভারত ওয়ানডেলিড স্পোর্টস