বাংলাদেশের সামনে শিরোপার ‘অসম্ভব’ সমীকরণ

মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপ

আমন্ত্রিত দল রাশিয়ার মেয়েদের অনূর্ধ্ব-১৭ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা প্রায় নিশ্চিত বলা যায়। টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতকে হারালে তো বটেই, ড্র করতে পারলেও রুশ মেয়েদের হাতেই উঠবে চ্যাম্পিয়নশিপ। কাগজে-কলমের হিসাবে বাংলাদেশ ও ভারতের ক্ষীণ সম্ভাবনা অবশ্য আছে।

মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচ। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে টুর্নামেন্টের শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে রাশিয়া।

চলতি আসরে তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রাশিয়া। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত। বাংলাদেশের পয়েন্ট ৬ হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় স্বাগতিকরা তিনে অবস্থান করছে। একটিতে জিতে ৩ পয়েন্ট পাওয়া নেপাল চার নম্বরে আছে। চার ম্যাচের সবকটিতে হারের মুখ দেখে তলানিতে থাকা ভুটানের পয়েন্টের খাতা শূন্য।

গোলপার্থক্যে সবার চেয়ে এগিয়ে রাশিয়া (+১৪), পরের অবস্থানে ভারত (+১১) ও বাংলাদেশ (+৫)। চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণে নেপালের বিপক্ষে বেশ বড় ব্যবধানে বাংলাদেশকে জিতলেই হবে না, রাশিয়া-ভারত ম্যাচের দিকেও তাকিয়ে থাকতে হবে।

অঘটন ঘটিয়ে রাশিয়াকে ২-০ গোলে হারাতে পারলেই ভারতের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকবে। গোল ব্যবধানে ভারতকে টপকে শিরোপা জিততে হলে দিনের প্রথম খেলায় বাংলাদেশের সামনে নেপালকে ৯-০ গোলে হারানোর কোন বিকল্পই থাকবে না। বাস্তবতার বিচারে যা প্রায় অসম্ভব!

সব দলের খেলা বিশ্লেষণ করলে এ ম্যাচে ভারতের জয়ের সম্ভাবনা একেবারেই কম! সেক্ষেত্রে নেপালকে হারালেই রানার্সআপ হতে পারে বাংলাদেশ। তবে নিজেদের শেষ খেলায় নেপালের সঙ্গে রুমা আক্তারদের হারা চলবে না। আজকের দুটি ম্যাচই ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবাদে গোলাম রব্বানি ছোটনের মেয়েরা তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করবে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের দল। দ্বিতীয় ম্যাচে রাশিয়ার কাছে ৩-০ গোলে হারতে হয়। বাংলাদেশের মেয়েরা পরের খেলায় ভারতের বিপক্ষে একমাত্র গোলে জয় পায়। অন্যদিকে, ভারতের কাছে ৪-১ গোলে টুর্নামেন্ট শুরু করে নেপাল। পরের খেলায় ভুটানকে ৫-০ গোলে হারায়। এরপর রাশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজিত হয় নেপালের মেয়েরা।

অনূর্ধ্ব-১৭ নারী সাফের এ টুর্নামেন্টটি এর আগে চারবার হয়েছে অনূর্ধ্ব-১৫ পর্যায়ে। ২০১৭ সালে প্রথম আসরে নেপালিদের ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৮ সালে বাঘিনীরা ৩-০ গোলে জিতেছিল। ২০১৯ সালে বাংলাদেশের জয় ২-১ ব্যবধানে। ২০২২ সালের টুর্নামেন্টে একে অপরের বিপক্ষে দুইবার খেলে বাংলাদেশ এবং নেপাল। প্রথমটিতে ১-০ গোলে জিতে নেপাল। দ্বিতীয় খেলাটি ১-১ গোলে ড্র হয়।

নেপালবাংলাদেশভারতরাশিয়ালিড স্পোর্টস