পূর্ণ শক্তির দল নিয়ে আসছে ভারত

তিন ম্যাচের ওয়ানডে ও দুই টেস্টের সিরিজ খেলতে ডিসেম্বরে বাংলাদেশ সফরে আসবে ভারত। সোমবার রোহিত শর্মা-বিরাট কোহলিদের নিয়ে গড়া পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সাদা ও লাল বলের দুটি সিরিজে অধিনায়ক থাকবেন রোহিত শর্মা।

একই দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের দল দিয়েছে ভারত। ১৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলা সিরিজ শেষে ঢাকায় আসবে রোহিত শর্মার দল। কিউই মুলুকে রোহিত-কোহলিকে বিশ্রাম দেওয়া হলেও সাকিব-তাসকিনদের বিপক্ষে দুটি সিরিজেই থাকছেন এ দুই তারকা।

বাংলাদেশের বিপক্ষে ডাক পেয়েছেন চোটাক্রান্ত রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ও টেস্ট উভয় সিরিজেই স্কোয়াডে আছেন মোহাম্মদ শামি। ওয়ানডে দলে প্রথমবারের মতো সফরে থাকবেন বাঁহাতি পেসার যশ দয়াল। সিরিজে রোহিতের ডেপুটি হিসেবে লোকেশ রাহুলের নাম ঘোষণা করেছে ভারতের বোর্ড।

আগামী ৪ ডিসেম্বর শুরু একদিনের সিরিজ। এরপর ৭ ও ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাকি দুই ওয়ানডে ম্যাচ। সিরিজটি সুপার লিগের অংশ নয়। তিনটি ওয়ানডেই বসবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এরপর ১৪ ডিসেম্বর চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর মিরপুরে দুই দল লড়বে শেষ টেস্টে। টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

ভারতের ওয়ানডে স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, বিরাট কোহলি, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রিশভ পান্ট (উইকেটরক্ষক), রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, যশ দয়াল ও দীপক চাহার।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, রিশভ পান্ট, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

কোহলিতাসকিনবাংলাদেশভারতমিরপুররোহিতলিড স্পোর্টসসাকিব