সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

এশিয়ান গেমস মেয়েদের ক্রিকেট

বৃষ্টির কারণে ভেস্তে গেছে এশিয়ান গেমস মেয়েদের ক্রিকেট ইভেন্টে বাংলাদেশ-হংকং ম্যাচ। কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় র‌্যাঙ্কিংয়য়ে এগিয়ে থাকা সরাসরি সেমিফাইনালে পা রেখেছে টিম টাইগ্রেস। রোববার সেমিতে ভারতের বিপক্ষে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। 

চীনের হাংজুতে বৃষ্টির কারণে বাংলাদেশ-হংকং ম্যাচের টসও হয়নি। পরবর্তীতে বৃৃষ্টি থামলেও মাঠ খেলার অনুপযুক্ত থাকায় ম্যাচ বাতিল হয়। খেলা না হলেও র‌্যাঙ্কিংয়ের সুবিধা নিয়ে বাংলাদেশ সেমিফাইনালে পা রাখে জ্যোতি-নাহিদারা।

আগামী ২৪ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৯ টায় একইমাঠে প্রথম সেমিফাইনালে নিগার সুলতানা জ্যোতির দল মুখোমুখি হবে ভারতের হারমানপ্রীতদের।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসক্রিকেটজ্যোতিবাংলাদেশভারতলিড স্পোর্টসহংকংহারমানপ্রীত