এশিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। টানা দুই ম্যাচ হেরে হতাশ জামাল ভূঁইয়াদের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে খেলোয়াড়দের প্রশংসা করলেও হতাশা নিয়ে লুকোচুরি করেননি এই স্প্যানিয়ার্ড।
হ্যাংজুতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হ্যাভিয়ের ক্যাবরেরা বলেছেন, ‘দিনশেষে হতাশার ফলাফল আসলো। আজকে ভারতের তুলনায় সব দিক থেকে আমাদের খেলা ভালো ছিল। কাউন্টার অ্যাটাকে তারা যেভাবে বল আনছিল সেখানে আমরা বেশ দক্ষভাবে মোকাবেলা করছিলাম, ভালোভাবে বল ফিরিয়ে দিতে পারছিলাম। বল পায়ে আমাদের আত্মবিশ্বাস বেশ ভালো ছিল।’
‘এ প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণের প্রধান উদ্দেশ্য হল ভালো খেলোয়াড় দেখা, খুঁজে বের করা। দেখতে হবে, যে ভালো খেলোয়াড় আসবে এবং যারা আসছে তারা জাতীয় দলের জন্য উপযুক্ত কি না। আজকের ম্যাচে আমরা দেখেছি যারা জাতীয় দলের অংশ হতে পারবে। তারা বেশ আশাবাদী এবং যে কোনো দলের মোকাবেলা করতে তারা প্রস্তুত। কারণ তারা কাউকে পরোয়া করে না। এটা আমাদের জন্য ইতিবাচক। তাদের নিয়ে গর্বিত, তবে অবশ্যই হতাশাও রয়েছে।’
এশিয়ান গেমসের প্রথম ম্যাচে হাসান মুরাদের আত্মঘাতী গোলে মিয়ানমারের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২৪ সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।
বিজ্ঞাপন