সিরিজ জয়ের হাতছানি, টিকিট নিয়ে হাহাকার

ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মাঝেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর টাইগারদের খেলা দেখার আগ্রহ বেড়ে গেছে। দ্বিতীয় ওয়ানডের আগের বিকেলে মিরপুরে টিকিটের জন্য হন্যে হয়ে ঘুরতে দেখা গেছে অনেক সমর্থককে।

লাইনে দাঁড়িয়ে টিকিট পাওয়ার অনিশ্চয়তা থাকায় অনেকেই দ্বিগুণ দামে বুধবারের ম্যাচের টিকিট সংগ্রহ করছেন। শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেটে দুই তরুণ টিকিট হাতে সেলফি তুলছিলেন। তাদের সঙ্গে কথা হয় প্রতিবেদকের। জানান, ‘ক্লাব হাউজের টিকিটের মূল্য ৫০০ টাকা। দুটি টিকিট আমরা নিয়েছি ১৫০০ টাকায়। বাইরে টিকিটের দাম আরও বেশি হলেও মাত্র ৫০০ টাকা বেশি খরচ করে আমরা পেয়ে খুব খুশি।’

সিরিজ শুরুর আগেরদিন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের সঙ্গে আড্ডায় বলছিলেন, প্রথম ম্যাচটা জিতলে এই সিরিজের হাইপ উঠবে।

আদতে হয়েছেও সেটাই। স্বাগতিক দলের সিরিজ জয়ের সুযোগ তৈরি হওয়ায় এই ম্যাচটা মাঠে এসে দেখতে চাইছেন টাইগারপ্রেমীরা। বেড়ে গেছে টিকিটের চাহিদা।

বাংলাদেশ দল ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে একবার। ২০১৫ সালে দেশের মাঠে সবশেষ সিরিজেই সেটি। ফল হয়েছিল ২-১। এবারও তিন ম্যাচের সিরিজ। বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে। তৃতীয় ও শেষ ম্যাচ ১০ ডিসেম্বর চট্টগ্রামে। বন্দরনগরীতে যাওয়ার আগেই সিরিজ জয়ের আশায় টিম টাইগার্স।

চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারা তাসকিন আহমেদ মঙ্গলবার অনুশীলনে বোলিং করলেও এ পেসারের দ্বিতীয় ম্যাচে ফেরার সম্ভাবনা কম। সামনে টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতে চান না হেড কোচ রাসেল ডমিঙ্গো।

সমতায় ফিরে সিরিজ জিততে আত্মবিশ্বাসী ভারতও। সফরকারী দলের ওপেনার শেখর ধাওয়ান বলে গেলেন, ‘অতীতেও আমরা প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আত্মবিশ্বাসী সিরিজে ফিরতে। মনোবল আমরা একটুও হারাইনি।’

টিকিটদ্বিতীয় ওয়ানডেমিরপুরলিড স্পোর্টস