ক্রিকেটের তিন ফরম্যাটেই শীর্ষে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে জিতে দারুণ এক কীর্তি গড়েছে ভারত। ক্রিকেটের তিন সংস্করণ টেস্ট, ওয়ানডে ও টি-টুয়েন্টির র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার বিরল ঘটনার জন্ম দিলো রোহিত শর্মার দল।

ছেলেদের ক্রিকেট ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো কোনো দল তিন ফরম্যাটেই এক নম্বর স্থানে থাকার অর্জন করেছে। এর আগে ২০১২ সালের আগস্টে সাউথ আফ্রিকা গড়েছিল এমন নজির।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে টপকে ভারত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে। টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট ১১৬। দুইয়ে নেমে যাওয়া পাকিস্তান ১১৫ রেটিং পয়েন্টে রয়েছে।

পাঞ্জাবের মোহালিতে শুক্রবার ভারতের কাছে ৫ উইকেটে হারের পরও ১১১ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই আছে অস্ট্রেলিয়া। যদিও অজিরা হারিয়েছে দুই রেটিং পয়েন্ট।

চতুর্থ স্থানে থাকা সাউথ আফ্রিকার রেটিং পয়েন্ট ১০৬। এক রেটিং পয়েন্ট কম নিয়ে পাঁচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। গত বৃহস্পতিবার বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ড আগের ১০০ ও বাংলাদেশ ৯৪ রেটিং পয়েন্ট নিয়ে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছে।

টেস্ট ক্রিকেটে ভারত ও অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট সমান ১১৮। ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় টিম ইন্ডিয়া এক ও ক্যাঙ্গারুরা দুইয়ে আছে। ৪৬ রেটিং পয়েন্ট নিয়ে নবম স্থানে বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে শীর্ষে থাকা ভারতের রেটিং পয়েন্ট ২৬৪। তিন রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে ইংল্যান্ড। বাংলাদেশ ২২৪ রেটিং পয়েন্ট নিয়ে আছে নবম স্থানে।

বিজ্ঞাপন

আইসিসিওয়ানডেটি-টুয়েন্টিটেস্টবাংলাদেশভারতর‌্যাঙ্কিংলিড স্পোর্টস