কানাডায় বাংলাদেশ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

কানাডায় বেড়ে উঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের কৃষ্টি-সভ্যতা, ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরতে ভ্যানকুভারে শহরে বাংলাদেশ ফেস্টিভ্যাল হয়েছে। ঢাকা ক্লাব ভ্যানকুভারে এর উদ্যোগে শহরের ডাউনটাউন আর্ট গ্যালারিতে জমকালো এ আয়োজন করা হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংসদ সদস্য নিক্সন চৌধুরী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

সেসময় ছিলেন ঢাকা ক্লাব ভ্যাঙ্কুভার ইভেন্ট কোম্পানি সিইও লোটাস কমল, কানাডার ভ্যাঙ্কুভার’ এর স্থানীয় শিল্পীসহ বাংলাদেশ থেকে আগত পারভেজ সাজ্জাদ, পিন্টু ঘোষ, মিশু সাব্বিরসহ অন্যরা।

বিজ্ঞাপন

কানাডা