টি-টুয়েন্টির বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথমবার ছোট সংস্করণের সিরিজ জয়ের পর এবার হোয়াইটওয়াশের মিশনে নেমে পড়েছে বাংলাদেশ। মিরপুরে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মঙ্গলবার দুপুর ৩টায় শুরু ব্যাট-বলের লড়াই। সিরিজজয়ী ম্যাচের একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে লাল-সবুজের দল। অভিষেক হল স্পিনার তানভীর ইসলামের। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন নাসুম আহমেদ। নেই আফিফ হোসেন, ফিরেছেন শামীম পাটোয়ারি।
চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর মিরপুরে দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তোলে টিম টাইগার্স। তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হারাতে পারলে কুড়ি ওভারের ক্রিকেট ইতিহাসে নিজেদের সবচেয়ে বড় সাফল্যের একটি ঘরে তুলবে সাকিব আল হাসানের দল।
টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতেছে মাত্র একটি। ২০১২ সালে আয়ারল্যান্ডকে ৩-০তে হারিয়েছিল বাংলাদেশ। ইংল্যান্ডকে হারাতে পারলে হবে দ্বিতীয় অর্জন।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, শামীম পাটোয়ারি, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
বিজ্ঞাপন