বাংলাদেশ সফরে প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ড

সূচিতে ছিল দুটি প্রস্তুতি ম্যাচ। তবে সফরের আগে ইংল্যান্ড জানিয়ে দিল বাংলাদেশে এসে কেবল অফিসিয়াল ম্যাচগুলোই খেলবেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। দুই বোর্ডের সমঝোতার মাধ্যমেই বাতিল হয়েছে প্রস্তুতি ম্যাচ।

বাংলাদেশ সফরে এসে মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান সংখ্যক টি-টুয়েন্টি খেলবে ইংল্যান্ড। বিপিএলের ফাইনালের পরপর ২০ ফেব্রুয়ারি ইংলিশদের বাংলাদেশে আসার কথা থাকলেও প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় ৪ দিন পিছিয়েছে সফরকারীদের আগমনের তারিখও।

আগামী ১ মার্চ শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ হবে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের শেষ ওয়ানডে।

টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ চট্টগ্রামে ৯ মার্চ। পরের দুটি ম্যাচ মিরপুরে ১২ ও ১৪ মার্চ।

বিজ্ঞাপন

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজবিসিবিলিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়াম