বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার কাছাকাছি। বৃষ্টি বাধা কাটিয়ে ফের লড়াই গড়ালে কিউই ব্যাটিং লাইনআপে জোড়া আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। দুই টপঅর্ডার ব্যাটারকে হারিয়ে ধীরে হাঁটছে সফরকারী দলটি। বৃষ্টিতে ওভার কেটে খেলা হবে ৪২ ওভার করে।
মিরপুরে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ১৬ ওভারে ২ উইকেটে ৫১ রান। ক্রিজে আছেন উইল ইয়ং (১৯ ) ও হেনরি নিকোলস (১৮)।
বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। বৃষ্টির আগে কিউইদের সংগ্রহ ছিল ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান।
দু’ঘণ্টা পর ফের গড়ায় লড়াই। খেলায় ফিরে টাইগারদের সাফল্য এনে দেন মোস্তাফিজ। ৬.১ ওভারে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ফিন অ্যালন। ২০ বলে ৯ রান করেন কিউই ওপেনার। অষ্টম ওভারে ফের বলে এসে চাঁদ বোসকে ফেরান মোস্তাফিজ। ৩ বলে ১ রান করে সোহানের হাতে ধরা দিয়ে ফেরেন বোস।
বিজ্ঞাপন