বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে পূর্বে থেকেই শঙ্কা ছিল বৃষ্টির। শঙ্কাটাই সত্য হয়েছে। দুদফায় বৃষ্টির হানায় অবশেষে পরিত্যক্ত হল সিরিজের প্রথম ম্যাচ।
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে প্রথম ওয়ানডেতে হানা দিয়েছিল বৃষ্টি। খেলা বন্ধ ছিল দুই ঘণ্টার কাছাকাছি। ওভার কমিয়ে ৪২ ওভারে নামিয়ে আনা হয় লড়াই। ৩৩.৪ ওভার শেষে দ্বিতীয় দফায় বৃষ্টি হানা দেয়। দীর্ঘ সময় ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় অবশেষে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। বৃষ্টি নামার আগে সফরকারীদের সংগ্রহ ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান।
বৃহস্পতিবার সকাল থেকে মিরপুরের আকাশ ছিল রৌদ্রোজ্জ্বল। মেঘের আনাগোনা থাকলেও নামেনি বৃষ্টি। টসের পর শুরু হয়েছিল খেলা। টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটে পাঠান বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শুরুর ২২ মিনিট পর নামে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। সে কারণে বন্ধ হয়ে যায় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। প্রথম দফায় বৃষ্টির আগে কিউইদের সংগ্রহ ছিল ৪.৩ ওভারে বিনা উইকেটে ৯ রান।
প্রথম দফায় বৃষ্টির দু’ঘণ্টা পর ফের গড়ায় লড়াই। খেলায় ফিরে টাইগারদের সাফল্য এনে দেন মোস্তাফিজ। ৬.১ ওভারে উইকেট রক্ষক নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে ফিরে যান ফিন অ্যালন। ২০ বলে ৯ রান করেন কিউই ওপেনার। অষ্টম ওভারে ফের বলে এসে চাঁদ বোসকে ফেরান মোস্তাফিজ। ৩ বলে ১ রান করে সোহানের হাতে ধরা দিয়ে ফেরেন বোস।
এরপর ৯৭ রানের জুটি গড়েন উইল ইয়াং ও হেনরি নিকোলস। ২৭.৫ ওভারে দলীয় ১১৩ নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোস্তাফিজ। রিভিউ নিয়েও সে যাত্রায় রক্ষা হয়নি কিউই টপঅর্ডার ব্যাটারের। ৫৭ বলে ৪৪ রান করেন।
৩০তম ওভারে ১২৩ রানে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে এগিয়ে এসে খেলতে যান ইয়াং। বলের লাইন মিস করায় স্টাম্পিং এর শিকার হন তিনি। ৯১ বলে ৫৮ রান করে ফেরেন কিউই ওপেনার। দুই বল পরেই রাচিন রবীন্দ্রকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন নাসুম। আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ।
টাইগারদের হয়ে মোস্তাফিজ নেন তিনটি উইকেট, আর নাসুম নেন দুটি।
বিজ্ঞাপন