রান জমাতে লড়ছে টাইগাররা

এশিয়া কাপ-২০২২

এনামুল হক বিজয়, নাঈম শেখ ও সাকিব আল হাসান— অভিজ্ঞ ৩ ব্যাটার ফিরেছেন শুরুর ৬ ওভারের মাঝেই। বেশিক্ষণ থাকতে পারেননি মুশফিকুর রহিম, আফিফ হোসেনও। আফগান দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানের ঘূর্ণিতে ধুঁকতে থাকে বাংলাদেশ।

পঞ্চম উইকেট হিসেবে আফিফ যখন ফিরে যান, বাংলাদেশের স্কোর ৫৩ রান। এরপর দলকে এগিয়ে নিচ্ছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক হোসেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮৪ রান। ১৪.৩ ওভারে ৫ উইকেট হারিয়েছে দল। এপর্যন্ত ২৩ রানে ব্যাট করা মাহমুদউল্লাহ জুটি গড়েছেন মোসাদ্দেকের সঙ্গে। ১৪ বলে ২৩ রান করেছেন এ অলরাউন্ডার।

এরআগে, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ধ্বসে পড়ে সাকিব আল হাসানের দল। পাওয়ার প্লেতে আফগানিস্তানের বিপক্ষে সাকিব-নাঈমরা তুলতে পারেন মোটে ২৮ রান, হারান শুরুর ৩ উইকেট।

টাইগারদের শুরুর ৪ উইকেটের প্রথম তিনটিই নিয়েছেন মুজিব উর রহমান। পাওয়ার প্লের শেষ ওভারে সাকিবকে ফেরানোর আগে শুরুতে নাঈমকে (৬ রান) ও এনামুলকে (৫ রান) ফিরিয়েছেন মুজিব।

পাওয়ার প্লের পরের ওভারে, অর্থাৎ সপ্তম ওভারে রশিদ খানকে বোলিংয়ে আনেন মোহাম্মদ নবী। অধিনায়কের আস্থার মূল্য দিয়েছেন প্রথম বলেই, ফিরিয়েছেন মুশফিকুর রহিমকে। বিশ্রাম সেরে ব্যাটিংয়ে ফেরা অভিজ্ঞ ব্যাটার করতে পেরেছেন মাত্র ১ রান। আফিফ ফিরেছেন ১৫ বলে ১২ রান করে।

আফগানিস্তানএশিয়া কাপ ২০২২বাংলাদেশমুশফিকলিড স্পোর্টসসাকিব