বৈশাখী হাওয়ায় ভাসছেন তারা

বসন্ত শেষে বাঙালির দুয়ারে প্রাণের উৎসব, পহেলা বৈশাখ। অসাম্প্রদায়িক চেতনার বর্ষবরণ উৎসব। মহামারী করোনার কারণে মাঝখানে দুই বছর মহাসংকটে থাকলেও গত বছর থেকে স্বাভাবিক অবস্থায় ফিরেছে পৃথিবী। স্থবিরতা কাটিয়ে প্রাণ পেয়েছে বাঙালির বর্ষবরণ অনুষ্ঠান। এবারও হচ্ছে না ব্যতিক্রম।

বৈশাখে আবহাওয়া গরম হয়ে উঠলেও একটা দিন অন্তত মানুষের মনে বিচিত্র রঙ খেলা করে। নববর্ষের উৎসবে মেতে উঠে সবাই। সেই উৎসবের সঙ্গে একাত্ম হন শোবিজের তারকারাও। পহেলা বৈশাখের প্রথম দিনটিতে সাধারণ মানুষের সাথে একাত্ম হয়ে উৎসবে অংশ নিয়েছেন টিভি, চলচ্চিত্র আর সংগীতের মানুষেরাও। কেউ চৈত্রসংক্রান্তির সন্ধ্যা থেকেই উৎসবে, কেউ বা নতুন বছরের প্রথম ভোর থেকেই সশরীরে অংশ নিয়েছেন মঙ্গল শোভাযাত্রায়!

সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাংলা নববর্ষ নিয়ে উচ্ছ্বাস বার্তা দিয়েছেন তারকারা। শেয়ার করেছেন বর্ণিল স্থিরচিত্র। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য থাকলো বৈশাখে রঙিন তারকাদের ফেসবুক পাতার খবর:

 

এনামুল করিম নির্ঝর, নির্মাতা

মোস্তফা সরয়ার ফারুকী, নির্মাতা

জয়া আহসান, অভিনেত্রী

চঞ্চল চৌধুরী, অভিনেতা

রওনক হাসান, অভিনেতা

শতাব্দী ওয়াদুদ, অভিনেতা

জাকিয়া বারী মম, অভিনেত্রী

নুসরাত ইমরোজ তিশা, অভিনেত্রী

কনক আদিত্য, মিউজিয়িশান

রাহুল আনন্দ, মিউজিশিয়ান

শিবু কুমার শীল, মিউজিশিয়ান

জায়েদ খান, চিত্রনায়ক

পরীমনি, চিত্রনায়িকা

কোনাল, সংগীতশিল্পী

মারিয়া নূর, অভিনেত্রী, উপস্থাপক

সানিয়া সুলতানা লিজা, সংগীতশিল্পী

বিজ্ঞাপন

চঞ্চলজয়াতারকাতারকাদের বৈশাখতিশানববর্ষনাটকনির্ঝরনির্মাতাফারুকীবাংলা নতুন বছরবৈশাখলিড বিনোদনসংগীতসিনেমা