ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশ

সেমির প্রতিপক্ষ কুয়েত

দীর্ঘ প্রায় ১৪ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের জয়ে শেষ চারের টিকিট কেটেছে হাভিয়ের ক্যাবরেরার দল।

তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হিসেবে সেমিতে পা দিল জামাল ভুঁইয়ার দল। তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লেবানন। মালদ্বীপ ৩ পয়েন্ট ও সব ম্যাচ হারা ভুটান কোনো পয়েন্ট না পেয়ে আসর শেষ করেছে।

সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন কুয়েত। বাংলাদেশের সেমির খেলা ১ জুলাই বিকাল ৩টা ৩০ মিনিটে। আরেক সেমিতে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন লেবাননের সঙ্গে লড়বে ‘এ’ গ্রুপ রানার্সআপ ভারত।

বুধবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয় মিনিটেই আক্রমণে ওঠে বাংলাদেশ। সোহেল রানার জোরাল শট প্রতিহত করেন ভুটান গোলরক্ষক গিলেতশেন জাংপো।

ম্যাচের ১২ মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ক্যাবরেরার দল। তিনজনকে কাটিয়ে বাঁ-পায়ের দূরপাল্লার দুরন্ত শটে শেলথ্রিম নামগিয়েল লক্ষ্যভেদ করলে ভুটান লিড পায়।

পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল ভুটান। নিমা ওয়াংদির শট পোস্টে লেগে বেরিয়ে যায়। ম্যাচের ২২ মিনিটে শেখ মোরসালিনের বাঁ-পায়ের দূরপাল্লার শটে চোখ ধাঁধানো গোলে বাংলাদেশ সমতায় ফেরে।

৩১ মিনিটে মোরসালিনের পাসে বল নিয়ে রাকিবের কিক প্রতিপক্ষের জিগমের বুকে লেগে জালে প্রবেশ করলে বাংলাদেশ লিড পায়। ৩৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোলের সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রাকিব। মিনিট দুয়েক পর অবশ্য রাকিব অনেকটা দৌড়ে বল নিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শট নেন। বল পোস্টে লেগে জালে প্রবেশ করলে বাংলাদেশ তৃতীয় গোলের দেখা পায়।

ম্যাচের ৪১ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো থেকে মোরসালিনের হেড অল্পের জন্য জালের দেখা পায়নি।

বিরতির পর ৫৫ মিনিটে তেনজিনের শট লক্ষ্যভেদ না হওয়ায় ভুটান ব্যবধান কমাতে পারেনি। ৭৭ মিনিটে বিশ্বনাথ ঘোষের দারুণ ব্লকে জাল অক্ষত রাখে লাল-সবুজের দল।

যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বল প্রতিহত করে বাংলাদেশের জাল অক্ষত রাখেন জিকো। ম্যাচের বাকি সময়ে আর গোলের দেখা পাওয়া যায়নি। ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ক্যাবরেরা বাহিনী।

বিজ্ঞাপন

ক্যাবরেরাবাংলাদেশভুটানমোরসালিনরাকিবলিড স্পোর্টস