বাবর-রিজওয়ানের যে পরামর্শ পেলেন লিটন

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা আগেই উঠেছিল, পাকিস্তান তথা সময়ের অন্যতম সেরা দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের থেকে কী মন্ত্র পেলেন লিটন দাস। বার্থডে বয় লিটনকে কি বলেছেন দুই প্রতিপক্ষ ব্যাটার। একটি ভিডিও পোস্ট করে সেটির খোলাসা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লিটনের সঙ্গে বাবর ও রিজওয়ানের কথোপকথনের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পিসিবি। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। যাতে দেখা যাচ্ছে, পাকিস্তান অধিনায়ক লিটনকে বলছেন আত্মবিশ্বাসী থাকার উপায়। টি-টুয়েন্টিতে শীর্ষ র‌্যাঙ্কিংধারী রিজওয়ান বলেছেন ইতিবাচক থাকার কথা।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের দিনে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন লিটন। ড্যাশিং ওপেনার ৪২ বলে খেলেছেন ৬৯ রানের ইনিংস। পাকিস্তান বোলারদের ছোড়া বল ৬ বার বাউন্ডারির পাশাপাশি দুবার আছড়ে ফেলেছেন সীমানা দড়ির ওপারে। জন্মদিন রাঙানোর দিনে প্রতিপক্ষ দুই ব্যাটারের থেকে ম্যাচ শেষে নিয়েছেন আরও ভালো করার পরামর্শ।

ভিডিওতে দেখা যাচ্ছে লিটনের উদ্দেশ্যে বাবর বলছেন, ‘বাইরের কথা যত কম শুনবে, বিশ্বাস তত শক্ত থাকবে। কারণ, না চাইলেও নিজের মধ্যে একটা সন্দেহ-সংশয় চলেই আসবে। ভালো খেলতে থাকলেও কেউ হয়তো কিছু একটা বলে দিল, তখন নিজের মধ্যে ভাবনা চলে আসবে— সব ঠিক আছে তো।’

পাকিস্তান অধিনায়কের পর লিটন কথা বলেছেন রিজওয়ানের সঙ্গেও। উইকেটকিপার-ব্যাটারকে সামনে পেয়ে উর্দুতে নিজের প্রশ্ন করেছেন লিটন। আশার কথা শুনিয়ে রিজওয়ান বলেছেন, ‘কখনো শূন্য হবে, ১০ রানে আউট হবে, সেঞ্চুরিও হবে। একটা জিনিস বিশ্বাস করি, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হ্যাঁ, নিজ নিজ দলে কেউ ব্যতিক্রম কিছু করলে তার ফলও আলাদা হতে পারে। আবার কেউ থাকে সাকিবের মতো শক্ত মানসিকতার।’

‘তুমিও জানো, আমিও জানি, এটি খেলার অংশ যে ক্যাচ ছুটবে, সেঞ্চুরি করবে, বড় খেলোয়াড় হয়ে যাবে। লিটন দাস বড় খেলোয়াড়… রিজওয়ানের ক্যাচ ছুটেছে, ম্যাচ জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে। কিন্তু সেটি ক্যাচ হয়ে গেলে এসব কিছুই হতো না।’

লিটন জানতে চেয়েছিলেন ‘খারাপ খেললে বাইরের চাপ কিভাবে নেন’। জবাবে টাইগার ব্যাটারকে টিপস দিয়েছেন রিজওয়ান, ‘নিজেকে একটি জিনিসের জন্য প্রস্তুত করে ফেলো। আমার জীবনে ১০টি ইনিংস এমন হবে, যেখানে আটকে যাব। আবার ১০টি ইনিংস এমন হবে, যেখানে ১২ বলে ২০ লাগলেও করে ফেলব। কিন্তু বড় খেলোয়াড়ের ক্ষেত্রে এমন হয় যে তারা এত শান্ত থাকে, ১০ ইনিংসের বদলে ৪টিতে ব্যর্থ হয়, বাকি ৬টিতে সফল হয়ে যায়।’

পাকিস্তানপিসিবিবাবরবাংলাদেশরিজওয়ানলিটনলিড স্পোর্টস