পাকিস্তানি ব্যাটার আজম খানের শারীরিক গড়ন নিয়ে উপহাস করেছেন পেসার নাসিম শাহ। বিপিএলের সিলেট পর্বে স্বদেশি ব্যাটারের সঙ্গে মজা করতে গিয়ে ‘বিতর্কিত আচরণের’ অভিযোগে পড়েছেন তিনি। ঘটনায় সমর্থকদের তোপের মুখে এখন পাকিস্তানি পেসার।
মঙ্গলবার সিলেট পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ২০তম ওভারের প্রথম বলে খুশদিল শাহ’র শিকার হন খুলনার তামিম ইকবাল। তামিম ফেরার পর মাঠে আসেন বিশাল বপুর আজম খান।
কুমিল্লার জার্সিতে খেলা নাসিম তখন কিছুটা এগিয়ে যান। ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন আজম খানকে। বিষয়টি পছন্দ করেননি আজম। হাত দিয়ে নাসিমকে সরিয়ে দেন। এরপর ক্রিজের দিকে এগিয়ে যান পাকিস্তানি ব্যাটার। সেখানেও পিছু নেন নাসিম।
আজমের পিছন পিছন দুই হাত প্রসারিত করে উপহাসের ভঙ্গিতে অনুকরণ করে হাঁটতে থাকেন কুমিল্লার বোলার। এ ঘটনায় সমালোচিত হচ্ছেন নাসিম শাহ। নাসিমের এমন অনুকরণকে ‘বডি শেমিং’ বলে আখ্যা দিচ্ছেন অনেকে।
Naseem Shah 😅#BPL2023 pic.twitter.com/rr2VNi8kRx
— Grassroots Cricket (@grassrootscric) January 31, 2023
নাসিমকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘সবার সম্মুখে এমন আচরণ অত্যন্ত লজ্জাজনক। তাকে জড়িয়ে ধরা পর্যন্ত ঠিক ছিল। কিন্তু পরে যেভাবে হেঁটে দেখিয়েছেন, তা নিতান্তই বডি শেমিং। যারা ঘটনাটিকে রসিকতা বলছে, তাদের সাঙ্গেই এমনটা হওয়া উচিত।’
ঘটনাকে নিছক রসিকতাও বলছেন অনেকে। এক সমর্থক লিখেছেন, ‘আমরা ভালোভাবেই জানি নাসিম কতটা পরিণত ও ভদ্র স্বভাবের। তিনি যা করেছেন তা ভুল। আমি নিশ্চিত, বিষয়টিকে তিনি বডি শেমিং হিসেবে ভাবেননি। তিনি রসিকতা করতে গিয়ে এমনটা হয়েছে। আমরা তাকে সমালোচিত না করি। তিনি এখনও শিখছেন।’
বিজ্ঞাপন