টেস্ট থেকে বিদায় নিতে চলেছেন ওয়ার্নার

আগামী সপ্তাহে গড়াবে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর আগেই অষ্ট্রেলিয়ার ক্যাম্পে বিচ্ছেদের খবর দিলেন ডেভিড ওয়ার্নার। টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন কিংবদন্তি ওপেনার। ঠিক করে রেখেছেন দিনক্ষণও। জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে সিডনি টেস্টের পর লাল বলের ক্রিকেট থেকে বিদায় নেবেন।

চলতি বছর ১৪ ডিসেম্বর থেকে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন টেস্টের সিরিজ খেলবে স্বাগতিক অস্ট্রেলিয়া। ৩ জানুয়ারি সিডনিতে গড়াবে শেষ টেস্ট। ম্যাচটি শেষে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চান ৩৬ বর্ষী ক্রিকেটার।

বর্তমানে ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও অ্যাশেজ সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন ওয়ার্নার। শনিবার বেকেনহামে অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আপনাকে রান করতে হবে। আমি সবসময় বলেছি ২০২৪ সালে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার পর সম্ভবত আমার ক্যারিয়ার শেষ হবে।’

‘আমি নিজের এবং পরিবারের কাছে ঋণী। যদি আমি এখানে রান করি এবং দেশে ফিরে খেলা চালিয়ে যেতে পারি, তাহলে আমি নিশ্চিতভাবে বলছি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলব না।

‘যদি আমি এর মধ্য দিয়ে (টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং অ্যাশেজ) যেতে পারি এবং পাকিস্তান সিরিজে ভালো করতে পারি, তাহলে অবশ্যই ক্যারিয়ারের ইতি টানবো।’

আগামী ৭ জুন ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। পরে ১৯ জুন থেকে ২৭ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ‘অ্যাশেজ’ সিরিজে লড়বে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়াঅ্যাশেজইংল্যান্ডওয়ার্নারলিড স্পোর্টস