৭৫টা সেঞ্চুরি হয়ে গেল কোহলির

গাভাস্কার-বোর্ডার ট্রফি সিরিজের চতুর্থ টেস্ট রোববার সাদা পোশাকে ২৮তম শতকের দেখা পেয়েছেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আহমেদাবাদের শতকে তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় মহাতারকার ম্যাজিক ফিগার হয়ে গেল ৭৫টি।

ওয়ানডেতে কোহলির ৪৬টি শতক আছে। টি-টুয়েন্টিতে একটি। টেস্টে পেলেন ২৮তম টির দেখা, যাতে ভর করে ভারতও আছে ম্যাচের লড়াইয়ে।

রানখরা ও আড়াই দিনে তিন টেস্ট শেষ হওয়ার পর শেষ ম্যাচে রানের বন্যা বইছে আহমেদাবাদে। উসমান খাজা ও ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ৪৮০ রানে প্রথম ইনিংস শেষ হয় অস্ট্রেলিয়ার।

জবাবে শুভমন গিলের ১২৮ ও কোহলির অপরাজিত ১৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ৪৭২ রানে পৌঁছে গেছে ভারত। খেলা চলছে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনের।

বিজ্ঞাপন

অস্ট্রেলিয়াকোহলিবিসিসিআইভারতলিড স্পোর্টসসিএ