দুই ম্যাচের সামনে ধসে পড়ল ভারতের ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা

কুহনেম্যানের ৫ উইকেট

অধিনায়ক রোহিত ৪৮, গিল ১৪, কোহলি ১০৭, পূজারা ১০১, জাদেজা ৬৩, শ্রেয়াস ৯, ভরত ৩, সিরাজ ১৮, উমেশ ৫৫, অশ্বিন ৯১- মোট ৫০৯ ম্যাচের অভিজ্ঞতা ধসে পড়ল মাত্র দুই ম্যাচ খেলা ম্যাথিউ কুহনেম্যানের সামনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে তৃতীয়টিতে প্রথম ইনিংসে ১০৯ রানেই অলআউট হয়েছে ভারত।

সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলেছে ভারত। বুধবার তৃতীয় ম্যাচে সিরিজ নিশ্চিতের লক্ষ্যে সফরকারীদের আরেকবার স্পিন ফাঁদে আটকাতে যেয়ে স্বাগতিকরাই আটকে গেছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে নিজেদের পাতানো ফাঁদেই ধরা পড়েন রোহিত-কোহলিরা।

ইন্দোরে অজি স্পিনারদের তোপে ৩৩.২ ওভারে মাত্র ১০৯ রানে থামে ভারতের ইনিংস। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টে নামা ২৬ বর্ষী বাঁহাতি স্পিনার কুহনেম্যান ৯ ওভারে ১৬ রানে নেন ৫ উইকেট।

প্রথমে ব্যাটে নেমে প্রথম উইকেট জুটিতে ২৭ রান তোলে ভারত। এরপর অধিনায়ক রোহিত শর্মাকে ফেরান কুহনেম্যান, ২৩ বলে ১২ রান করে যান তিনি। দলীয় ৩৪ রানে শুভমন গিলকে (২১) নিজের দ্বিতীয় শিকার বানান অজি স্পিনার। পরের ওভারে নাথান লায়নের শিকার হন পূজারা (১)।

৪৪ রানে কুহনেম্যানকে ক্যাচ দিয়ে লায়নের দ্বিতীয় শিকার হন রবীন্দ্র জাদেজা। ৪৫ রানে শ্রেয়াস আয়ারকে আউট করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন কুহনেম্যান। জাদেজা ৯ বলে ৪ রান করতে পারলেও শ্রেয়াস ফেরেন রানের খাতা না খুলেই।

ষষ্ঠ উইকেট জুটিতে ২৫ রান যোগ করেন বিরাট কোহলি ও শ্রীকর ভরত। ২১.৪ ওভারে ৭০ রানের সময় কোহলি আউট হন। ৫২ বলে ২২ রান করে যান। দলীয় ৮২ রানে ভরতকে নিজের তৃতীয় শিকার বানান লায়ন। ভরত ৩০ বলে করে যান ১৭ রান।

ভারতের ৮৮ ও ১০৮ রানে রবীচন্দ্রন অশ্বিন (৩) ও উমেশ যাদবকে (১৭) ফিরিয়ে ক্যারিয়ারের প্রথম ৫ উইকেটের দেখা পান কুহনেম্যান। সিরাজ রানআউট হলে ১০৯ রানে থামে ভারতের ইনিংস।

অজিদের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন কুহনেম্যান। নাথান লায়ন নেন ৩ উইকেট। অন্য উইকেটটি টড মারফির। রানআউট ছাড়া ভারতের ৯ উইকেটই নিয়েছেন অজি স্পিনাররা।

অশ্বিনকুহনেম্যানকোহলিজাদেজানাথানরোহিতলিড স্পোর্টস