অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ চলাকালীন যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শ্রীলঙ্কান ব্যাটার ধানুস্কা গুনাথিলাকাকে বেকসুর খালাস দেয়া হয়েছে।সিডনির ডাউনিং সেন্টার ডিস্ট্রিক্ট আদালতের বিচারক সারাহ হুগেট বৃহস্পতিবার ৩২ বর্ষী ক্রিকেটারকে মামলা থেকে খালাস দেন।
বিচারক তার দেয়া রায়ে বলেন, ‘অভিযুক্তের মিলনের সময় যৌননিরাপত্তা অপসারণের কোনো সুযোগ ছিল না। কারণ মিলন চলমান ছিল। আমি খুঁজে পেয়েছি, যে অভিযোগ সংক্রান্ত প্রমাণগুলো অভিযোগকারীকে সমর্থন করে না। বরং এটি তার প্রমাণের নির্ভরযোগ্যতাকে ক্ষুণ্ণ করে।’
পুলিশের অভিযোগে ছিল, ২৯ বর্ষী এক নারীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুনাথিলাকার পরিচয় হয়। পরে সিডনির একটি বারে তারা দেখা করেন। একপর্যায়ে লঙ্কান ক্রিকেটার জোর করে ওই নারীকে চুম্বন করেন এবং তার ঠোঁট থেঁতলে শ্বাসরোধ করে ধর্ষণ করেন।
গুনাথিলাকার বিরুদ্ধে পুলিশ প্রাথমিকভাবে চারটি অভিযোগ এনেছিল। গত বছরের ৬ নভেম্বর শ্রীলঙ্কা ক্রিকেট দল দেশে ফেরার ফ্লাইটে ওঠার কয়েক ঘণ্টা আগে টিম হোটেল থেকে তিনি গ্রেপ্তার হন। চলতি বছরের মে মাসে প্রসিকিউটররা তাকে তিনটি অভিযোগ থেকে মুক্তি দেন। এবার তিনি অপর অভিযোগ থেকেও রেহাই পেলেন।
বিচার চলাকালীন জামিনে ছিলেন গুনাথিলাকা। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলতে বা নিজ শহর কলম্বোতে ফিরতে পারেননি।
বিজ্ঞাপন