গিলের শতকের পর কোহলির অর্ধশতক, ১৯১ রানে পিছিয়ে ভারত

গাভাস্কার-বোর্ডার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ৪৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করেছিল ভারত। ব্যাটারদের নৈপুণ্যতায় সহজেই দিন শেষ করেছে স্বাগতিক দল। ওপেনার শুভমন গিলের শতকের পর বিরাট কোহলির অপরাজিত অর্ধশতকের ইনিংসে ব্যবধান অনেকটাই কমিয়ে এনেছে রোহিত শর্মার দল।

শুক্রবার আহমেদাবাদে ৪৮০ রানে অস্ট্রেলিয়াকে অলআউট করার পর ৩৬ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল ভারত। তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান সংগ্রহ করে। ভারতের হয়ে শুভমন গিল সর্বোচ্চ ১২৮ রান করেছেন। ১৯১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবে রোহিত শর্মার দল। রবীন্দ্র জাদেজাকে নিয়ে রোববার সকালে মাঠে নামবেন বিরাট কোহলি।

প্রথম উইকেট জুটিতে ৭৪ রান সংগ্রহ করে ভারত। অষ্ট্রেলিয়ার হয়ে প্রথম আঘাত হানেন কুহনেম্যান। ৫৮ বলে ৩৫ রান করা রোহিত শর্মাকে ফেরান তিনি। এরপর চেতেশ্বর পূজারাকে নিয়ে ১১৩ রানের জুটি গড়েন ওপেনার শুভমন গিল। স্পর্শ করেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট শতক। ১৮৭ রানে টড মারফির শিকার হয়ে ফেরেন পূজারা। ১২১ বলে ৪২ রান করেন তিনি।

গিল-বিরাট কোহলির জুটিতে যোগ হয় আরও ৫৮ রান। ২৪৫ রানে তৃতীয় উইকেট হারায় ভারত। নাথান লায়নের শিকার হয়ে ফিরেন গিল। ২৩৫ বলে ১২৮ রান করেন তিনি। এরপর আর কোনো উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। জাদেজাকে নিয়ে ২৮৯ রানে দিন শেষ করেন কোহলি। কোহলি অপরাজিত ৫৯ রানে, জাদেজা ১৬ রানে।

সফরকারীদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন নাথান লায়ন, টড মারফি ও কুহনেম্যান।

অস্ট্রেলিয়াকোহলিগিলবোর্ডার-গাভাস্কার ট্রফিভারতরোহিতলিড স্পোর্টস