চার পেসার নিয়ে ফিল্ডিংয়ে ভারত, ১৭ মাস পর একাদশে রাহানে

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

বিশ্বের দ্বিতীয় প্রাচীনতম টেস্ট ভেন্যু ওভালে গড়াল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে গড়াচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ইতিহাসে প্রথমবারের মতো দল দুটি নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হল।

প্রায় ১৭ মাস পর সাদা পোশাকে ফিরছেন আজিঙ্কা রাহানে। ২০২২ সালের জানুয়ারির পর ৩৫ বর্ষী ডানহাতি তারকা ব্যাটার টেস্টে খেলেননি। রবীন্দ্র জাদেজা একাদশে থাকলেও নেই রবীচন্দ্রন অশ্বিন। চার পেসার খেলাচ্ছে ভারত। জশ হ্যাজেলউড ইনজুরিতে পড়ায় অজিদের হয়ে খেলছেন স্কট বোল্যান্ড।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২০২৩ চক্রে শতকরা ৬৬.৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে ক্যাঙ্গারুরা ফাইনালের টিকিট কাটে। শিরোপা লড়াইয়ে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত শতকরা ৫৮.৮০ পয়েন্ট পেয়ে টেবিলের দুই নম্বরে ছিল।

ঘরের মাঠে এবছর গাভাস্কার-বোর্ডার ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত ছিল।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, স্কট বোল্যান্ড।

অস্ট্রেলিয়াইংল্যান্ডওভালকামিন্সটসটেস্ট চ্যাম্পিয়নশিপফাইনালভারতরাহানেরোহিতলিড স্পোর্টস