অবসর ভেঙে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে মঈন

রঙিন পোশাকে মনোযোগ দিতে ২০২১ সালে টেস্ট থেকে অবসরে গিয়েছিলেন মঈন আলী। সেই অবসর ভেঙে ইংল্যান্ডের অ্যাশেজ স্কোয়াডে যোগ দিয়েছেন তারকা স্পিন-অলরাউন্ডার। প্রথম দুই টেস্টের দলে থাকছেন মঈন।

ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড জানিয়েছে, ব্যাক স্ট্রেস ফ্র্যাকচারে জ্যাক লিচ ছিটকে গেলে পাঁচ ম্যাচের পূর্ণ সিরিজের বদলি খেলোয়াড় হিসেবে মঈনকে প্রস্তাব দিয়েছিল বোর্ড। পরে অবসর ভেঙে আবারও সাদা পোশাকের ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছেন মঈন।

অধিনায়ক বেন স্টোকস, হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও ম্যানেজিং ডিরেক্টর রব কি’র সঙ্গে আলোচনার পর টেস্টে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন মঈন। বুধবার সকালে ইসিবি আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্তটি জানিয়ে দেয়। এজবাস্টন এবং লর্ডসে অ্যাশেজের প্রথম দুই টেস্টের দলে থাকছেন মঈন।

মঈনকে ফেরানোর বিষয়ে ম্যানেজিং ডিরেক্টর রব কি’র বলেছেন, ‘টেস্ট ক্রিকেটে ফিরে আসার বিষয়ে আমরা এই সপ্তাহের শুরুতে মঈনের সঙ্গে যোগাযোগ করি। পরে কয়েকদিন সময় নিয়ে তিনি দলে যোগ দিতে এবং আবার টেস্টে ফিরতে আগ্রহ প্রকাশ করেন। তার অভিজ্ঞতা, অলরাউন্ড ক্ষমতা, আমাদের অ্যাশেজ অভিযানকে সাহায্য করবে। আশা করি তিনি দারুণভাবে উপকৃত করবেন। আমরা অ্যাশেজ অভিযানে তার শুভ কামনা করছি।’

সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর মঈন ইংল্যান্ডের হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জিতেছেন।

অস্ট্রেলিয়াইংল্যান্ডইসিবিওভালকামিন্সমঈনলিড স্পোর্টস