২১ আগস্ট গ্রেনেড হামলার পুরো বিষয়ই সাজানো নাটক: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার পুরো বিষয়ই সাজানো নাটক।

আজ ২১ আগস্ট সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই ওই ঘটনায় তারেক রহমানসহ বিএনপি নেতাদের নাম জড়ানো হয়েছে। তদন্তে কোথাও বিএনপি নেতাদের নাম আসেনি বলেও দাবি করেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলেই ভারত বা যুক্তরাষ্ট্রের  কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে।

তিনি জানান, আগামী ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভা করবে বিএনপি।

বিজ্ঞাপন

২১ আগস্টবিএনপি মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীর