পুনর্জন্মের মতোই ‘আমি কী তুমি’ ভালোবাসবে দর্শকরা: ভিকি জাহেদ

জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের প্রথম অরিজিনাল ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’ মুক্তি পাচ্ছে বৃহস্পতিবার বিকেল তিনটায়। ভিকি জাহেদের পরিচালনায় নতুন এই সিরিজের পোস্টার ও ট্রেইলার এরই মধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। নির্মাতা আশা করছেন দর্শকরা পুনর্জন্মের মতো এই কাজটিকেও ভালোবাসবে। আর অভিনেত্রী মেহজাবিন বললেন, প্রথম যেকোনো কিছুর সাথে থাকতে পারাটা গর্বের।

বিজ্ঞাপন

আইস্ক্রিনআমি কি তুমিওটিটি প্লাটফর্মপুনর্জন্মভিকি জাহেদমেহজাবিন