নেপালের বিপক্ষে বড় জয় ভারতের

দু’দফায় বৃষ্টি হানা দিয়েছিল মাঠে। সবমিলিয়ে তিন ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। বৃষ্টি থামার পর খেলা গড়ায় ওভার কমিয়ে। জয়ের জন্য় বৃষ্টি আইনে বেধে রান ভারত তাড়া করেছে দুই ওপেনারের জোড়া ফিফটিতে। ১০ উইকেটের বড় জয় দিয়ে এশিয়ার কাপের সুপার ফোরে কোয়ালিফাই করল ভারত। অন্যদিকে গ্রুপপর্ব থেকেই আসর শেষ করল নেপাল।

পাল্লেকেলেতে টস জিতে নেপালকে ব্যাটে পাঠায় ভারত। নেপালের ইনিংসের মাঝে প্রথম দফায় বৃষ্টিতে এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। শেষ অবধি ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল। জবাবে নেমে ভারতের শুরুটাও হয় দুর্দান্ত। তবে ২.১ ওভার ব্যাটের পর ম্যাচে ফের বৃষ্টি হানা দেয়।

দ্বিতীয় দফায় বৃষ্টিতে প্রায় দু’ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৪৫ মিনিট থেকে ফের মাঠে গড়ায় লড়াই। সময় নষ্ট হওয়ায় ওভার কমিয়ে খেলা ২৩ ওভারে ১৪৫ রান লক্ষ্য দেয়া হয় ভারতকে। ভারত লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে রোহিত শর্মার দল।

বৃষ্টির আগে কোনও উইকেট না হারিয়ে ভারত ১৭ রান করে। বৃষ্টির পর ব্যাটে নেমে দ্রুতই রান তুলতে থাকেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। ১৩তম ওভারের পঞ্চম বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা।

১৬তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম ফিফটি পূর্ণ করেন আরেক ওপেনার শুভমন গিল। দুই ওপেনারের ঝড়ো ব্যাটিংয়ে ২০.১ ওভারে লক্ষ্য তাড়া করে ভারত।

ছয়টি চার ও পাঁটি ছক্কায় ৫৯ বলে ৭৪ রান করেন রোহিত, আটটি চার ও একটি ছয়ের মারে ৬২ বলে ৬৭ রানে অপরাজিত ছিলেন গিল।

এরআগে ব্যাটে নেমে দারুণভাবে পাওয়ার প্লেতে ভারতীয় বোলারদের মোকাবেলা করেন নেপালের দুই ওপেনার। পরে দ্রুতই উইকেট হারায় তারা। শেষ অবধি আসিফ শেখের ফিফটি ও সোমপাল কামির ৪৮ রানের ইনিংসে ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩০ রানের সংগ্রহ পায় নেপাল।

ভারতীয় বোলারদের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ। এছাড়া হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি ও শার্দুল ঠাকুর নেন একটি করে উইকেট।

বিজ্ঞাপন

আসিফএশিয়া কাপ-২০২৩কোহলিগিলজাদেজানেপালবৃষ্টিভারতরোহিতলিড স্পোর্টসসিরাজ