উহানে এশিয়ার বৃহত্তম কৃষি যন্ত্রপাতির মেলা অক্টোবরে

প্রতি বছরের মত এবছরেও চীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ার অন্যতম বৃহৎ কৃষিযন্ত্র মেলা। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে তিনদিনব্যাপী (২৬-২৮ অক্টোবর ২০২৩) মেলা অনুষ্ঠিত হবে।

বিশাল সাড়ম্বরপূর্ণ মেলাটি আয়োজন করা হচ্ছে উহানের আন্তর্জাতিক কনভেনশন এক্সপো সেন্টারে। ২ লাখ ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এই প্রদর্শনীতে এবার অংশ নিতে যাচ্ছে অর্ধশতাধিক দেশ।

চায়না এগ্রিকালচারাল মেশিনারিজ ডিস্ট্রিবিউটরস এসোসিয়েশন’র হেড অব ইন্টারন্যাশনাল আলেকজান্ডার সান চ্যানেল আই অনলাইনকে এ তথ্য জানিয়েছেন।

চায়না এগ্রিকালচার এগ্রো মেশিনারিজ অ্যাসোসিয়েশন, চায়না এগ্রিকালচারাল ম্যাকানাইজেশন অ্যাসোসিয়েশন ও চায়না এগ্রিকালচার মেশিনারিজ ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই মেলায় এ বছর বিভিন্ন দেশ থেকে ২ হাজার প্রতিষ্ঠান অংশ নেবে বলে জানিয়েছেন আলেকজান্ডার।

বাংলাদেশ থেকেও প্রতিবছর কৃষিযন্ত্র প্রস্তুতকারক, আমদানিকারক প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে থাকে।

এ মেলার মাধ্যমে চীনসহ পৃথিবীর বিভিন্ন কৃষিযন্ত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের তৈরি কৃষি যন্ত্রপাতির সঙ্গে সারাবিশ্বের মানুষকে পরিচয় করিয়ে দিয়ে থাকে বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলাটি চীনসহ পৃথিবীর বিভিন্ন দেশের কৃষিযন্ত্রের প্রস্তুতকারী প্রতিষ্ঠানের তৈরি কৃষিযন্ত্রপাতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম।

বিজ্ঞাপন