চীনের বিপক্ষে ড্র করলো বাংলাদেশ

এশিয়ান গেমস ছেলেদের ফুটবল 

শিয়ান গেমসে ছেলেদের ফুটবল ইভেন্টে গ্রুপপর্বের নিজেদের প্রথম দুই ম্যাচে মিয়ানমার ও ভারতের বিপক্ষে হেরেছিল বাংলাদেশ। নিজেদের শেষ ম্যাচে অবশ্য চীনকে রুখে দিয়েছে লাল-সবুজের দল। ড্র করেই মাঠ ছেড়েছে। প্রথম দুই ম্যাচে হারায় গ্রুপপর্ব থেকেই বিদায় নিল হ্যাভিয়ের ক্যাবরেরার দল। 

রোববার হাংজুতে গোলশূন্য ড্র করেছে লাল-সবুজের দল। এশিয়াডে চীনের বিপক্ষে বাংলাদেশের এটি তৃতীয় লড়াই। সবশেষ ২০০২ সালে বুসান এশিয়ান গেমসে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচটিতে ৪-১ গোলে হেরেছিল বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে মিয়ানমারের বিপক্ষে নিজেদের জালে বল পাঠিয়ে ১-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে পেনাল্টি থেকে গোল হজম করে হেরেছিল লাল-সবুজের দল।

বিজ্ঞাপন

এশিয়ান গেমসচীনফুটবলবাংলাদেশভারতলিড স্পোর্টসহ্যাংজু