এশিয়া কাপে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে ভারত। ব্যাটে কোহলি-রাহুলের পর বলে পাকিস্তানিদের উপর আধিপত্য বিস্তার করেছিলেন বাঁহাতি রিস্ট স্পিনার কূলদ্বীপ যাদব। ৫ উইকেট নিয়ে বাবরদের ধসিয়ে দেয়া যাদব জানালেন এমন সাফল্যের রহস্য।
২০২৩ সালে এপর্যন্ত ভারতের হয়ে সর্বোচ্চ ২৭ উইকেট নেয়া যাদব প্রযুক্তিগত সমন্বয় করে সাফল্য পেয়েছেন। বলেছেন, ‘আমার অস্ত্রোপচার হয়েছে প্রায় দেড় বছর হয়ে গেছে। রানআপ সোজা করেছি। ছন্দটাকে আক্রমণাত্মক করে চমৎকার উন্নতি হয়েছে।’
‘একই সময়ে আমি স্পিন এবং লক্ষ্য হারাইনি, বলের গতি বেড়েছে যা আমাকে বেশ সহায়তা করেছে। যদি একজন লেগ স্পিনার ঠিক জায়গায় বল করতে পারে, উইকেট পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদি একজন লেগ স্পিনার হন, প্রচুর লুজ বল করতে হবে। ক্রমাগত এমন বল করতে পারলে সাফল্য পাবেন।’
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট নেয়া যাদব বলেছেন, ‘অস্ত্রোপচারের পর পাঁচমাস বেশকিছু খেলার বাইরে ছিলাম। অনেকেই এমন ভুগেছে, কিন্তু আমার লক্ষ্য হারাতে চাইনি। অস্ত্রোপচারের তিন মাস পুনর্বাসনে কাটানোর পর ফিজিও হাঁটুতে চাপ কমাতে কিছু পরামর্শ দেন।’
‘আমার ছন্দ গতিশীল করার জন্য কাজ করেছি। কানপুরে অনুশীলন ম্যাচে বল করার পর দেখি ব্যাটাররা বেশ ভুগছে। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে ছন্দ পাইনি। এমনকি আইপিএলেও আমার ছন্দপতন হচ্ছিল। ঠিকঠাক হতে ছয়-সাত মাস লেগেছে।’
ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব তুলে ধরে যাদব বলেছেন, ‘যখন অবসরে যাবো, স্মরণ করব পাকিস্তানের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছিলাম। এটা অনেক বড়, কারণ তারা স্পিন বেশ ভালো খেলে। উপমহাদেশে যারা স্পিন ভালো খেলে, তাদের বিপক্ষে ভালো করলে সেটা অনুপ্রাণিত করবে।’
সুপার ফোরের ম্যাচে ওপেনিংয়ে রোহিত শর্মা ও শুভমন গিলের শতরানের জুটি এবং বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে ৩৫৬ রান তুলেছিল ভারত। জবাবে কূলদ্বীপ যাদবের বোলিং তোপে মাত্র ১২৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৮ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট নেন যাদব।
বিজ্ঞাপন