ভারত-পাকিস্তানের রিজার্ভ ডে’ও ভেসে যেতে পারে

এশিয়া কাপে রোববার শুরু হওয়া ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে রিজার্ভ ডে’তে গড়িয়েছে। সেই রিজার্ভ ডে’ও বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায়। সুপার ফোরে কেবল এই একটি ম্যাচের জন্যই হুট করে রিজার্ভ ডে আমদানি করেছিল আয়োজক কর্তৃপক্ষ। কলম্বোর আবহাওয়া পূর্বাভাস বলছে, রিজার্ভ সোমবারে বিকেল ৫টায় ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাড়ে ৫টায় মুষলধারে বৃষ্টি হতে পারে।

সোমবার শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকাল ৩টা থেকে (বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টা) এশিয়ার ক্রিকেট শক্তিধর দুদেশের ম্যাচ রোববার যেখানে থেমেছে, সেখান থেকেই শুরু হবে। অন্যদিকে, প্রতি ঘণ্টার আবহাওয়া তথ্য, বিকেল ৩টা থেকে বৃষ্টির সম্ভাবনা কখনোই ৭০ শতাংশের নিচে নামবে না। বিকেল সাড়ে ৫টা থেকে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি।

যদি রিজার্ভ ডে’ও বৃষ্টিতে ভেসে যায়, ম্যাচের কি হবে? নিয়ম অনুযায়ী আর কোনো রিজার্ভ ডে থাকছে না। দুদল এক পয়েন্ট করে ভাগাভাগি করে নেবে। পয়েন্ট ভাগাভাগি ভারতের জন্য বিপজ্জনক হতে পারে। পরের দুই ম্যাচের একটি তাদের জিততেই হবে। সেই দুটি ম্যাচের মধ্যেও কোনটি যদি ভেসে যায়, বিপদ বাড়বে রোহিত-কোহলিদের।

রোববার কলম্বোয় টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বৃষ্টি নামার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করে ভারত। সেখান থেকেই শুরু হবে ম্যাচ। সোমবার আরও ২৫.৫ ওভার ব্যাটের সুযোগ পাবে ভারত। বিরাট কোহলি (৮) ও লোকেশ রাহুল (১৭) শুরু করবেন ইনিংস।

রোববার ম্যাচে স্থানীয় সময় ৪টা ৫২মিনিটে বৃষ্টি হানা দেয়। মুষলধারে বৃষ্টি হয় প্রায় দুঘণ্টা। বৃষ্টি থামার পর লড়াইয়ে ফেরার জন্য মাঠ প্রস্তুতে লেগে পড়েন গ্রাউন্ডস স্টাফদের দল। একঘণ্টারও বেশি সময় চেষ্টার পর খেলার উপযুক্ত হয় মাঠ। পরে ৮টা ৪০মিনিটে ফের হানা দেয় বৃষ্টি।

এরআগে, ব্যাটে নেমে পাকিস্তানের বিপক্ষে ওপেনিং জুটিতে ঝড় তোলে ভারত। ডানহাতি দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল পাত্তাই দেননি পেসার শাহিন আফ্রিদি, নাসিম ও ফাহিম আশরাফকে। চার-ছয়ের ফুলঝুরিতে ১৩ ওভার ২ বলে দলীয় শতরান পূর্ণ করে ভারত। ৫৬ রান করে রোহিত এবং ৫৮ রান করে গিল সাজঘরে ফিরে যান।

বিজ্ঞাপন

এশিয়া কাপএশিয়া কাপ-২০২৩কলম্বোকোহলিগিলপাকিস্তানবাবরভারতরাহুলরোহিতলিড স্পোর্টসশাদাবশাহিনশ্রীলঙ্কা