ফাইনালে ভারত-শ্রীলঙ্কা মহারণ, যা বলছে পরিসংখ্যান

এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা। শিরোপার লড়াইয়ে ভারতের মুখোমিুখি হচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। সুপার ফোরে বাংলাদেশ ও পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। অন্যদিকে প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর শেষ ম্যাচে বাংলাদেশের কাছে পরাজিত হয় ভারত।

চলতি আসরের আগে এশিয়া কাপের ১৫ আসরের মধ্যে ফাইনাল হয়েছে ১৪ আসরে। প্রথম আসরটি রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়ায় ফাইনাল হয়নি। তবে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ১৪টি আসরে নয়টি ফাইনাল খেলেছে ভারত, জিতেছে ছয়টি। প্রথম আসরের শিরোপাসহ মোট ৭ শিরোপা ঘরে তুলেছে ভারত।

অন্যদিকে ফাইনাল খেলার দৌড়ে এগিয়ে শ্রীলঙ্কা। চলতি আসরের আগে ফাইনাল খেলেছে ১১টি আসরে। শিরোপা ঘরে তুলেছে ৬টিতে। ভারত ও শ্রীলঙ্কা ফাইনালে মুখোমুখি হয়েছে সাতবার। জয়ের পাল্লাটা অবশ্য ভারতের দিকে। চার আসরে চ্যাম্পিয়ন হয় ভারত, আর লঙ্কানরা তিন আসরে।

ফাইনালে নামার আগে একদিনের ক্রিকেটে দুদলের মুখোমুখি অবস্থানে অবশ্য পরিসংখ্যানে এগিয়ে আছে ভারত। লঙ্কানদের বিপক্ষে মোট ১৬৬টি ম্যাচে লড়েছে ভারত। জিতেছে ৯৭ ম্যাচে। শ্রীলঙ্কা জয় পেয়েছে ৫৭ ম্যাচে। ফলাফল হয়নি ১১ ম্যাচে, এছাড়া টাই হয়েছে একটি ম্যাচ।

এশিয়া কাপের পরিসংখ্যানে দুদলের অবস্থানই সমানে সমান। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরের সব ফরমেটে দুই দলের দেখা হয়েছিল মোট ২২বার। যেখানে শ্রীলঙ্কার জয় ১১ ম্যাচে, আর ভারতও জিতেছে সমান ১১ ম্যাচে।

বিজ্ঞাপন

এশিয়া কাপ-২০২৩পাকিস্তানফাইনালভারতলিড স্পোর্টসশ্রীলঙ্কা