আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে সরিয়ে শীর্ষে উঠে এসেছেন ভারতের অফস্পিনার রবীচন্দ্রন অশ্বিন। চার বছর পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এক সপ্তাহের বেশি থাকতে পারলেন না ৪০ বর্ষী অ্যান্ডারসন।
বুধবার র্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। ২০১৯ সাল থেকে র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে নামিয়ে একনম্বরে উঠেছিলেন অ্যান্ডারসন। তাকে সরালেন অশ্বিন।
দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে গাভাস্কার-বোর্ডার ট্রফির দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। সিরিজের বাকি দুই টেস্টে ছন্দ ধরে রেখে শীর্ষ আরও মজবুত করার সুযোগ ৩৬ বর্ষী তারকার। ৮৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন তিনি।
ভারতের আরেক পেসার জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এক ধাপ করে এগিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে উঠেছেন। যদিও এ দুই বোলার গত বছরের জুলাই থেকে কোনো টেস্ট খেলেননি। ইংল্যান্ডের অলি রবিনসন দুধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে যাওয়াতে তাদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ আরও মজবুত করেছেন রবীন্দ্র জাদেজা। তার সতীর্থ আশ্বিন রয়েছেন দুইয়ে। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনে।
ইংল্যান্ডের ব্যাটার জো রুট গত সপ্তাহে ওয়েলিংটন টেস্টে অপরাজিত ১৫৩ ও ৯৫ রান করার পর অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাবর আজম ও ট্রাভিস হেডকে পেছনে ফেলে তৃতীয় স্থানে এখন তিনি।
টেস্ট ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন আছেন শীর্ষে। অজিদের স্টিভেন স্মিথ দ্বিতীয় স্থানে। ১৫ ধাপ এগিয়েছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ছয়টি টেস্ট খেলে বিরাট কোহলিকে পেছনে ফেলে ১৬তম স্থানে রয়েছেন তিনি। দশ ইনিংসে ৯৮.৭৭ স্ট্রাইক রেটে ৮০৯ রান করেছেন ব্রুক। ভারতের তারকা ব্যাটার কোহলি আছেন ১৭তম স্থানে।
বিজ্ঞাপন